চুয়াডাঙ্গায় ১০ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের ২ ঘণ্টার কর্মবিরতি পালন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ দফা দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্টরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, রফিকুল আলম, আজিজুল হক, বিশারত আলী ও আমজাদুল ইসলাম চঞ্চলসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ১১তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডসহ ১০ দফা বাস্তবায়নের দাবি করা হয়। স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক  সম্পাদিত মেমোরেন্ডাম অব আন্ডারস্টাডিং মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ ও ১৯ মে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় এ কর্মসূচি পালন করা হয়।