আলমডাঙ্গার নতিডাঙ্গা মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে আবারও বালু তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের শুকুর আলী জনপাট লাগিয়ে বালু তুলছেন বলে অভিযোগকারীরা জানান। এছাড়া লাটাহাম্বার দিয়ে ব্রিজের পাশ দিয়ে বালু নিয়ে যাওয়ার ফলে ভেঙে পড়েছে রাস্তা, হুমকির মুখে ব্রিজটিও।

অভিযুক্ত শুকুর আলী জানান, আমার আছে বালু তোলার অনুমতি আছে। অনুমতিপত্র দেখতে চাইলে তিনি আমতা আমতা করে সেখান থেকে সরে পড়েন। গ্রামবাসী জানায়, প্রতিদিন মাথাভাঙ্গা নদীর পাড় থেকে লাটাহাম্বার যোগে ২০/২৫ গাড়ি বালু তুলে সে বিক্রি করা হচ্ছে। ফলে নদীর তীরবর্তী