চুয়াডাঙ্গায় জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহণ

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্ট আয়োজনের ঘোষণা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে বিদায়ী কমিটির হস্তান্তরের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়মা ইউনুস দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। গত ২৯ এপ্রিল জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মজু-নঈম-লাড্ডু পরিষদ জয়লাভ করে। গতকাল বুধবার বিকেলে নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সিদ্ধান্তপাঠ ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন শেষে দায়িত্বভার হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু। এ সময় নবনির্বাচিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে ঘোষণা দেয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত ও বিদায়ী কমিটির সকল সদস্য, জেলার সকল ক্রীড়াবিদসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার করেন। যাতে করে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন নতুন খেলোয়ারের আত্মপ্রকাশ ঘটে। এছাড়া চুয়াডাঙ্গার নতুন স্টেডিয়াম উদ্বোধনের জন্য অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্ট দিয়ে শুরু করার প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহিত হয়। চুয়াডাঙ্গা জেলার ক্রীড়াঙ্গন ও খেলাধুলার মানোন্নয়নের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক জেলা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আঞ্জুমান আরা। জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মজিবুল হক মালিক মজু, সরোয়ার হোসেন মধু, হুমায়ুন কবির মালিক, এ নাসির জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, কোষাধ্যক্ষ নাছির আহাদ জোয়ার্দ্দার, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম, টুটুল মোল্লা, নির্বাহী সদস্য হাজি ইয়াকুব হোসেন মালিক, সালাউদ্দিন মো. মর্তুজা, সাইদুর রহমান মালিক, বদর উদ্দীন খাঁন, ইসলাম রকিব, শহিদুল কদর জোয়ার্দ্দার, ফজলুল হক মালিক লোটন, শামসুজ্জোহা মালিক হাসু, হাফিজুর রহমান হাপু, মেহেরুল্লাহ মিলু, মহসিন রেজা, আজিজুল হক শিল, সুরেশ কুমার আগরওয়ালা, সোহেল আকরাম, উপজেলা সংরক্ষিত নির্বাহী সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, জেহাদ-ই জুলফিকার টুটুল, মহিলা সংরক্ষিত নির্বাহী সদস্য রোজিনা আক্তার স্বাতী, নাবিলা রুকসানা ছন্দা দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া সদ্য বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।