ফলোআপ : জীবননগরের নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্র শিহাব নিহত : ঘটনা তদন্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

 

জীবননগর ব্যুরো/স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি এবং সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেন পিলার ৬৬ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার  উচ্চ পর্যায়ের তদন্ত দলের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ এবং ১৪৪ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমান্ড্যান্ট রাতনেশ কুমার।

এছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল  তাজুল ইসলাম এবং বিএসএফ উচ্চ পর্যায় তদন্ত দলের সদস্য স্টাফ অফিসার জাজবীর সিং। পতাকা বৈঠকে গত ১৪ মে নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক গোয়ালপাড়া গ্রামের মাহবুব হালসানার ছেলে স্কুলছাত্র শিহাব উদ্দিন সজল (১৬) হত্যার ব্যাপারে বিএসএফ কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তদন্তের স্বার্থে ঘটনার স্থান পর্যবেক্ষণ, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহকরণ এবং বিজিবির পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়াও পতাকা বৈঠকে বিএসএফের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির নিকট বিজিবির পক্ষ হতে প্রকৃত ঘটনা তুলে ধরাসহ, অতিদ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএসএফর নিকট জোরালো আহ্বান জানানো হয়।