চুয়াডাঙ্গা পৌর এলাকার অবকাঠামো উন্নয়নে বেশকয়েকটি কাজের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার অবকাঠামো উন্নয়নে বেশকয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ প্রকল্পের উন্নয়নমূলক কাজের আওতায় রয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে পৌর পিচ রাস্তা থেকে জিয়ার বাড়ি পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ, সিঅ্যান্ডবি পাড়ার হবি পেশকারের বাড়ি থেকে মহনের বাড়ি পর্যন্ত ইটের ড্রেন নির্মাণ, রজনিগন্ধা সড়কে জুলির বাড়ির পাশের রাস্তা সিসি করণ, দক্ষিণ হাসপাতালপাড়ার কালামের বাড়ি থেকে মনজুরুল হকের বাড়ি পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ করা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সকল কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. শাহীনা আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ূব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার এবং সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মর্তুজা। এ সময় পৌরসভার দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়নমূলক কাজ করার জন্য উপস্থিত এলাকাবাসীরা মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ধন্যবাদ জানায়। পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারকে নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন মেয়র জিপু চৌধুরী।

Leave a comment