কোটচাঁদপুরে পাচার মামলার আসামি মিতুল গ্রেফতার

মহেশপুর প্রতনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার রোমেচা বেগমের পাচার মামলার ১ নং আসামি মিতুলকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। কোটচাঁদপুর থানাসূত্রে জানা গেছে, উপজেলার আদর্শপাড়ার বাবুল সরদারের স্ত্রী রোমেচা বেগমকে একই উপজেলার টিএনটি পাড়ার মোহাম্মদ আলীর ছেলে মিতুল হোসেন, এমদাদুল হক ও মোহাম্মদ আলীর জামাই মোশারেফ হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ৩১ ডিমসেম্বর ২০১৫ তারিখে ১ নং আসামি মিতুল, ২ নং আসামি এমদাদুল হক ও ৩ নং আসামি তাদের ভগ্নিপতি মোশারেফ তার স্ত্রীকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যায় এবং ০১ জানুয়ারি ২০১৬ তারিখে এবিএম শামছুল আলম কাজল, প্রোপাইটর শা’ন ওভারসীজ, রিক্রুটিং লাইসেন্স নং-আরএল-৭৫৯, ১১৫/২৩ মতিঝিল সার্কুলার রোড, আরামবাগ, ১০০০’র মাধ্যমে সৌদি আরবে পাঠিয়ে দেয়। সৌদি আরবে যাওয়ার পর বাবুলের স্ত্রী +০০৯৬৬৫৬৬৩৫৭৩৮৭ এই নাম্বার থেকে ফোন করে জানাই যে, তাকে ওই দেশে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া হয়েছে। সেখানে তার ওপর চলছে অমানুষিক যৌন নির্যাতন। এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবির জানান, রোমেচা বেগমের স্বামী বাদী হয়ে ১৬ মে ২০১৬ তারিখে কোটচাঁদপুর থানায় একটি অভিযোগ জমা দিয়েছে। সোমবার সকালে এসআই আনিচ বিশেষ অভিযান চালিয় মামলার ১ নং আসামি মিতুল হোসেনকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।