রাষ্ট্রের মূল্যবান সম্পদ চিনিশিল্পকে বাঁচাতে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

দেশের ১৫ চিনিকলের প্রকৌশলীদের ৬ দিনব্যাপ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে চেয়ারম্যান দেলোয়ার হোসেন

দর্শনা অফিস: সারাদেশের ১৫ চিনিকলের প্রকৌশলীদের ৬ দিনব্যাপী প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে কেরুজ চিনিকলের ট্রেনিং কমপ্লেক্সে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন।

পঞ্চগড়, ঠাকুরগাও, শ্যামপুর, রংপুর, সেতাবগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, নর্থবেঙ্গল, জিলবাংলা, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, মোবারকগঞ্জ, রেইন উইক ও কেরুজ চিনিকলের প্রকৌশলীদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষক কর্মশালার উদ্বোধনকালে চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, একটি প্রতিষ্ঠানের উন্নয়ন তরান্বিত করতে হলে মেধা, বুদ্ধিমাত্তা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ যেমন কর্মদক্ষতাকে সুদৃঢ় করে, তেমনি সহজেই সফলতায় পৌঁছুনো যায়। শ্রেষ্টত্ব অর্জণের ক্ষেত্রে অবশ্যই বেশি বেশি প্রশিক্ষণ নিতে হবে। সারাদেশের চিনিশিল্প আজ বিপর্যস্ত্র হয়ে পড়েছে। লোকসানের বোঝা মাথায় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিনি কারখানাগুলো। সরকারের মূল্যবান এ সম্পদ বাচাতে হবে। সেক্ষেত্রে আপনারা যে যেখানে আছেন কর্মদক্ষতা, নিষ্টা, সততা, দূরদর্শিতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। চিনিকল রক্ষায় আখচাষ বাড়ানোর কোনো বিকল্প নেই। সমৃদ্ধশীল সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন নিরলসভাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেকারত্ম ঘুচাতে বর্তমান সরকার দেশের মৃত ও রুণ্ণ শিল্প প্রতিষ্ঠান গুলো পুনরুদ্ধার করে তা সচল করেছে। সেই সাথে শিল্প কারখানাগুলো আধুনিয়কায়ন করা হয়েছে। বাড়ানো হচ্ছে শিল্প কলকারখানা। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসুন সকল অনিয়ম, দুর্নীতিকে মোকাবেলা করে বাংলাদেশকে একটি শিল্প সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তুলি। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশলী) এএসএম আবদার হোসেন, সচীব শামসুল কবির, প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) এসএম আলাউদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, প্রশাসনিক কর্মকর্তা আকরাম শিকদার, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন প্রমুখ।