মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শহরসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যানবাহনে অরক্ষিত অবস্থায় মাটি-বালু পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন। গতকাল রোববার বেলা ১১টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ অবস্থানের কথা ব্যক্ত করেন জেলা প্রশাসক।

সভার কয়েকজন সদস্যর অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিনই যত্রতত্র মাটি-বালু পরিবহন করা হচ্ছে। মাটি-বালু পড়ে বৃষ্টিতে কাদার সৃষ্টি হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বালু উড়ে পথচারীদের চোখে-মুখে পড়ে বিড়ম্বনার শিকার যেন নিত্যদিনের ঘটনা। জেলা প্রশাসক পরিমল সিংহ বিষয়টির ওপর গুরুত্বারোপ করে অরক্ষিত অবস্থায় মাটি-বালু পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। এখন থেকে এমন পরিস্থিতি তৈরি হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান। এ বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে আমের জাতভেদে সংগ্রহের যৌক্তিক সময় নির্ধারণ করা হলেও অনেক ব্যবসায়ী চড়া দামের আশায় হিমসাগর ও ন্যাংড়া আম সংগ্রহ করে বাইরের জেলায় সরবরাহ করছে বলে অভিযোগ করেন কয়েকজন সদস্য। কোনো অবস্থায় এসব বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি করেন জেলা প্রশাসক। আজ থেকে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি বিষয়টির ওপর সতর্ক থাকতে উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, বয়োবৃদ্ধ ও শিশুদের চলাচলে উপযুক্ত সড়ক ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক পরিমল সিংহ। এনডিসি নূর-এ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান, অতিরক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রফিক-উল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মো.  আসকার আলী, সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামসহ বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।