চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্স ইন্সটিটিউটে পানীয় পানির অভাব : দুদিনে ১৪ জন শিক্ষানবীশ সেবিকা ডায়রিয়া আক্রান্ত!

 

স্টাফ রিপোর্টার: হাসপাতালে ভর্তি রোগীদের সেবা করেন সেবিকারা। তারাই যদি গণহারে অসুস্থ হয়ে পড়েন? তখন দুশ্চিন্তায় কর্তার কপালের ভাঁজটা একটু গভীরই হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ক্ষেত্রে খানেকটা তেমনই হয়েছে। তবে স্টাফ নার্স নয়, শিক্ষানবীশ সেবিকাদের মধ্যে ১৪ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গতপরশু ও গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোট ২৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনই শিক্ষানবীশ সেবিকা। তবে এদেরকে হাসপাতালের ওয়ার্ডে রেখে নয়, নার্স ইন্সটিটিটে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। শিক্ষানবীশ সেবিকাদের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব কেন? অনেকেরই অনুমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একপ্রান্তে নার্স ইন্সটিটিউটে পানীয় পানির সু-ব্যবস্থা নেই। টিউবওয়েলটির পানি পানের অনুপোযুগী। ছাকনি বেঁধে কোনো রকম পানি নিয়ে তাই পান করে বেঁচে থাকতে হচ্ছে। ওই পানির কারণেই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।