কুষ্টিয়ায় অজ্ঞাত পরিচয়ের মহিলার লাশ উদ্ধার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আনুমানিক ৭০ বছর বয়সের এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বালিয়াপাড়া মাঠের পাকা রাস্তার পাশে থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। আলামপুর ক্যাম্প ইনচার্জ আতিকুর রহমান জানান, শনিবার সকালের দিকে সদর উপজেলার সাতমাইল বালিয়াপাড়া মাঠের পাকা রাস্তার পাশে পড়ে থাকা এক বৃদ্ধ মহিলার লাশ দেখতে পেয়ে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মহিলার বয়স আনুমানিক ৭০ বছর। এখন পর্যন্ত এ লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে প্রেরণ করেছে। তবে কীভাবে মহিলাটি মারা গেছে তা সঠিকভাবে জানাতে পারেনি পুলিশ।