আলমডাঙ্গা ব্যুরো: প্রাইম ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুকে ও কৃতী শিক্ষার্থীসহ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের সভাপতি আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীনের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শহিদ আজাহার প্রমুখ। স্বগত বক্তব্য রাখেন প্রাইম ইন্সটিটিউ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রিস খান।
হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের প্রভাষক একেএম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম, শাহ আলম মন্টু, প্রশিক্ষক বেলাল হোসেন, ইমদাদ হোসেন, প্রভাষক হাফেজ মাও. মাহমুদুল হক লিমন, শাহজাহান আলী, মারুফ হোসেন, মোস্তাফিজুর রহমান, ইসরাইল হোসেন, সেলিম উদ্দিন, শামীম উদ্দিন, লেলিন, সুমাইয়া বিনতে মনিরা, শরিফা খাতুন প্রমুখ। ওই অনুষ্ঠানের পৌর মেয়র হাসান কাদির গনুকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সিভিল অনুষদের চতুর্থ পর্বে চুয়াডাঙ্গা জেলায় প্রথম স্থান অধিকার করায় শরিফা খাতুন এবং এপ্লাস প্রাপ্ত ছাত্রী সুমাইয়া বিনতে মনিরাকে ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে বিশেষ কৃতিত্বের জন্য ইব্রাহিম, মিজানুর রহমান, হারুন অর রশীদ, কাজী কামরুজ্জামান ও রতন আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ৩৩ জন উত্তীর্ণ শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।