কুষ্টিয়ায় তামাক চাষ প্রতিরোধে ইউপি সদস্যদের প্রশিক্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় তামাক চাষ প্রতিরোধে তিন ইউনিয়ন পরিষদের সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বন্ধন সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আমলা বন্ধন সংস্থার কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুর্শা ইউপি চেয়ারম্যান ওমর আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাতিয়ান ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন বিশ্বাস। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা তামাক নিয়ন্ত্রণ ট্রান্সফোর্স কমিটির সদস্য ও সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য কাঞ্চন কুমার, ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের কর্মকর্তা সাইদুর রহমান, ইউপি সদস্য ওয়ারিস মল্লিক। বক্তারা বলেন, তামাকজাত দ্রব্য ও মাদক দ্রব্য দেশের যুবসমাজকে দিন দিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে ফুঁসফুঁসে ক্যান্সারসহ মারাত্মক রোগ হয়। তাই আমাদের সকলের উচিত সচেতন হয়ে তামাক চাষ প্রতিরোধে বড় ধরনের ভূমিকা পালন করা। তামাকের পরিবর্তে চাষিদের বিভিন্ন ফসল ও শাকসবজি চাষ করতে হবে। তামাক মাটির ঊর্বরাশক্তি নষ্ট করে। তিনি তামাক চাষ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য মাহাতাব উদ্দিন, এমএ মোমিন, শাহাবুল ইসলাম, ইকতার আলী, ফেরদৌসী খাতুন, বন্ধন সংস্থার সমন্বয়কারী ওবায়দুল হক, সংস্থার পিও সলেমান হোসেন, খাইরুল আলম, সুরাইয়া ইয়াছমিন প্রমুখ। এসময় উপজেলার কুর্শা, ছাতিয়ান ও আইলচারা ইউনিয়নের ৪৫ জন ইউপি সদস্যকে তামাক চাষ প্রতিরোধের প্রশিক্ষণ দেয়া হয়।