মেহেরপুর অফিস: মেহেরপুর জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষনা উপলক্ষে মাদক প্রতিরোধ জনসচেতনমূলক বিষয়ক আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মেহেরপুর পুলিশ লাইনের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। সভায় উপস্থিত ছিলেন সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, মুজিবনগর থানার ওসি শেখ কামাল, জেলা উন্নয়ন ফোরামের সভাপতি রফিক-উল আলম প্রমুখ।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, মেহেরপুরকে মাদকমুক্ত করতে হলে সবার সহযোগিতা একান্ত কাম্য। তিনি আরো বলেন- সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের ভয়াবহতা বেড়েছে। এর সাথে জড়িয়ে পড়ছে তরুণ যুবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাদককে রোধ করতে না পারলে ধ্বংস হতে পারে অনেক মেধাবী মুখ ও যুবসমাজ। আলোচনা সভায় জেলার বিভিন্ন এনজিও প্রধান ও এনজিওকর্মী, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।