অস্মপূর্ণ ও বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে জীবননগর ভুয়াসহ দু কাজির জেলা-জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগরে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে এক কাজিকে ও অপর একজন ভুয়া কাজিকে জেল-জরিমানা করা হয়েছে। মহেশপুর এক নাবালিকা জুটিকে জীবননগরে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে কাজি আবু জাফরকে (৩০) এক বছরের কারাদণ্ড ও জরিমানা এবং অপর ভুয়া কাজি আব্দুল আজিজকে (৪২) বিবাহ রেজিস্ট্রারে কেবলমাত্র বর-কনে ও সাক্ষীদের স্বাক্ষর নিয়ে ফরম পূরণ না করে অস্মপূর্ণ বিয়ে পড়ানোর দায়ে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ইউএনও নুরুল হাফিজ ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাবালিকা এক জুটিকে শহরের বজলু কাজির অফিসে নিয়ে গত সোমবার সন্ধ্যায় বাল্যবিয়ে পড়ান জীবননগর আঁশতলাপাড়ার আব্দুল কাদেরের ছেলে কাজি আবু জাফর। বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ পান মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার। অভিযোগটি তিনি জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠিয়ে বিষয়টি দেখার অনুরোধ করেন। কাজি আবু জাফরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে তিনি তার দোষ স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায়  ইউএনও নুরুল হাফিজ বিবাহ রেজিস্ট্রার আবু জাফরকে ১ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার উভয়দণ্ডে দণ্ডিত করেন। অপরদিকে বিয়ে দেয়ার পর রেজিস্ট্রার যথাযথভাবে পূরণ না করে কেবলমাত্র বর-কনে ও সাক্ষীদের স্বাক্ষর নিয়ে বিয়ে পড়ানোর অভিযোগে কন্দর্পপুর গ্রামের ইছাহক আলীর ছেলে ভুয়া বিবাহ রেজিস্ট্রার আব্দুল আজিজকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন। আব্দুল আজিজ তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা প্রদান করে নিজেকে জেলে যাওয়া থেকে রক্ষা করেন।