কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিরপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আসাদুল ইসলাম (৩৭) নামের এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ওসিসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত আসাদুল ইসলাম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সক্রিয় সদস্য। সোমবার রাত সোয়া দুইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে অবস্থিত কালিগড়া ব্রিজের নিকট এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুজ্জামান জানান, রাতে কুষ্টিয়া পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এ সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগড়া ব্রিজের কাছে ১০/১৫ জনের একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। সে সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। প্রায় আধাঘণ্টার বন্দুকযুদ্ধে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আসাদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ২টি শার্টার গান, দেশি তৈরি ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ, কং/৮৮৪ মকবুল হোসেন আহত হয়েছেন বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, নিহত আসাদুল ডাকাত দলের নেতা ও চরমপন্থি সংগঠনের সক্রিয় সদস্য ছিলো। তার বিরুদ্ধে অপহরণ ও ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে। সে উপজেলার সদরপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত এজাহার আলী ছেলে বলে জানা গেছে।

Leave a comment