দর্শনা ও নিমতলা বিজিবির পৃথক পৃথক অভিযান : রিভরবল ও ফেনসিডিল উদ্ধার : ঝাঝাডাঙ্গার খাজা আটক

 

দর্শনা অফিস: দর্শনা ও নিমতলা বিজিবির সদস্য মাদক এবং চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্য ফেনসিডিলসহ ঝাঁঝাডাঙ্গার খাজাকে আটক করতে পারলেও অগ্নেয়াস্ত্রসহ আটক করতে পারেনি কাউকে। খাজার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল সোমবার ভোর ৫টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শফিউল আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান নিমতলা সীমান্তের ৭৫ নং মেন পিলার ৪ নং সাব পিলারের কাছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র কারবারীচক্রের সদস্য একটি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল বিজিবি সদস্যরা উদ্ধার করেছে একটি ভারতীয় রিভলবার ও ১৮ বোতল ফেনসিডিল। বিজিবি সদস্যরা অস্ত্রকারবারীকে ধাওয়া করে ধরতে পারেনি। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র ও মাদক কারবারীচক্রের ওই সদস্য ভারতে পালিয়ে গেছে।

গত রোববার রাত ২টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক ইকবাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান, দর্শনা রশিক শাহ’র মাজারের নিকটবর্তী সড়কে। এ সময় বিজিবি সদস্যরা আটক করেছে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের সুলতান মণ্ডলের ছেলে খাজাকে (৪০)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, খাজার দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে গতকাল সোমবার আটককৃত খাজার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।