দর্শনা অফিস: দর্শনা শ্যামপুর জোড়া বটতলায় স্বস্ত্রীক পুলিশ সদস্য পড়লো ছিনতাইকারিদের কবলে। অস্ত্রের মুখে খোয়াতে হলো নগদ টাকা, মোবাইলফোন ও সোনার গয়না। দর্শনা জয়নগর ইমিগ্রেশনের পুলিশ কনস্টোবল লিটন ইসলামের স্ত্রী-সন্তান ও ভাই গত রোববার রাত ২টার দিকে ট্রেনযোগে দর্শনায় পৌঁছায়। পুলিশ কনস্টোবল লিটন ইসলাম দর্শনা হল্টস্টেশন থেকে স্ত্রী সন্তান ও ভাইকে আগিয়ে আনতে যান। স্টেশন থেকে ভ্যানযোগে দর্শনা শ্যামপুরের ভাড়া বাড়িতে ফেরার পথে বহুল আলোচিত জোড়া বটতলা নামকস্থানে পড়তে হয়েছে ছিনতাইকারিদের কবলে। ৪/৫ জনের মুখোশধারী ছিনতাইকারি ধারালো অস্ত্র ও বোমার ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়, ৩ হাজার ১শ টাকা, ১টি সোনার গয়না ও ২টি মোবাইলফোর। পুলিশ কনস্টোবল লিটন কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারিরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ সদস্য ছিনতাইকারিদের কবলে পড়ার ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। কেউ কেউ মন্তব্য করে বলেছে, যেখানে পুলিশ নিরপদ নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? ছিনতাইকারিচক্রের সদস্যদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে এলাকাবাসি।