জীবননগরের তেলপাম্পে ডাকাতি মামলা তদন্তে সিআইডি : ইসলামের স্বীকারোক্তি : ভাগ পেয়েছিলো ২৭শ টাকা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগরের তেলপাম্পে ডাকাতির নেপথ্য উন্মোচন করেছে সিআইডি। বাঘেরহাটে তেলপাম্পে ডাকাতির পর সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি দেখে গ্রেফতারকৃত কুষ্টিয়া আলামপুর দহখোলার ইসলাম উদ্দীন ওরফে হাতকাটা খোকন ওরফে শরিফুল ওরফে ঠাণ্ডুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জীবননগরের ফিলিং স্টেশনে ডাকাতি মামলায় রিমান্ডে নেয় চুয়াডাঙ্গা সিআইডি।

সিআইডিসূত্র বলেছে, ইসলাম উদ্দীনকে বাগেরহাট থেকে চুয়াডাঙ্গায় নিয়ে গতপরশু থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ইতোমধ্যেই সে জীবননগরের ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেছে, ডাকাতি করে ভাগ পেয়েছিলো ২৭শ টাকা। গতরাতে ইসলাম উদ্দীন বুকে ব্যথা করছে বলে জানালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

জীবননগর ফিলিং স্টেশনে ডাকাতি মামলাটির তদন্ত করছেন সিআইডির চুয়াডাঙ্গাস্থ ইন্সপেক্টর রবিউল ইসলাম। তিনি বলেছেন, জীবননগরের ফিলিং স্টেশনে ডাকাতি মামলায় ইসলাম উদ্দীন ওরফে হাতকাটা খোকনছাড়াও যশোরের মহাসিনকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০১৪ সালে জীবননগরের ফিলিং স্টেশনে ডাকাতি সংঘটিত হয়।

Leave a comment