গাংনীতে ইউপি নির্বাচন নিয়ে আ.লীগের মূল্যায়ন সভা

 

গাংনী প্রতিনিধি: গাংনীর ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে মূল্যায়ন সভা করেছে আওয়ামী লীগ। গতরাত নয়টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের গাংনীস্থ বাসভবনের সামনে ওই সভায় দল মনোনীত প্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও ৯টির মধ্যে চারটি ইউপিতে দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিএনপি-জামায়াতের প্রার্থীদের তুলনায় দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলে ভোটের পরিমাণ ছিলো অনেক বেশি। এতে প্রমাণ হয় আওয়ামী লীগের জনপ্রিয়তা। এক সময়ের বিএনপির দুর্গ হিসেবে চিহ্নিত এই গাংনী উপজেলা আওয়ামী লীগের দুর্গ হতে চলেছে। ইউপি নির্বাচনের ভুল ভ্রান্তিগুলো সুধরে নিতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি করে তিনি আরো বলেন, যারা দলের সাথে বেঈমানি করছে তাদের কোনোদিনই দলে জায়গা হবে না।

অনুষ্ঠানে আরো উপিস্থত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, গাংনী পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, পৌর আ.লীগ সহসভাপতি নবির উদ্দীন, পৌর ৭ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি জহুরুল ইসলামসহ নেতৃবৃন্দ।