এনজিও ঋণের কিস্তি আর মহাজনদের সুদের টাকা দিতে না পারায় ঝিনাইদহ চণ্ডিপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী নিরুদ্দেশ

 

ঝিনাইদহ প্রতিনিধি: এনজিও ঋণের কিস্তি আর মহাজনদের নিকট সুদের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডিপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সাগর আহমেদ পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তার দিকে তার দোকানে তালা লাগিয়ে তিনি নিরুদ্দেশ হয়েছেন। নিরুদ্দেশ হতে বাধ্য হয়েছেন বলে অনেকেরই অভিমত।

বাজারের ব্যবসায়ীরা জানান, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে সাগর আহমেদ প্রায় দেড় বছর আগে বাজারের বাইসাইকেল মেকানির একটি দোকান দেন। দোকানে সাইকেলের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ তথা মালামাল কেনার জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কাজকর্ম করে সপ্তাহে কিস্তি দিতে থাকেন। এক সময় সাগরের কাজ কমতে থাকে। এনজিওগুলোর সাপ্তাহিক কিস্তি দিতে ব্যর্থ হন। সে সময় গ্রামের মহাজনদের নিকট থেকে সুদে টাকা নেন। এনজিওগুলোর কিস্তি আর মহাজনদের সুদের টাকা পরিশোধ করতে থাকেন সাগর। কিন্তু গত কয়েক মাস কিস্তি আর মহাজনদের সুদের টাকা দিতে ব্যর্থ হয়। ঋণের বোঝা বাড়তে থাকে। ফলে পাওনাদারগণ বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে নানা ধরনের মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তার দিকে দোকানে তালা লাগিয়ে পালিয়ে গেছেন সাগর আহমেদ। এই ঘটনায় এনজিওগুলোর কর্মীগণ চরম বিপাকে পড়েছেন।