চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৭টির ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগ, ২টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও ১টিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।
ঘোষিত বেসরকারি ফলাফলে আলমডাঙ্গা উপজেলার ৭টির মধ্যে ভাংবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের কাওছার আহমেদ বাবলু, কুমারী ইউনিয়নে আওয়ামী লীগের আবু সাঈদ পিন্টু, হারদী ইউনিয়নে আওয়ামী লীগের নূরুল ইসলাম, খাদিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল হালিম, গাংনী ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী আবু তাহের আবু, চিৎলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী জিল্লুর রহমান ও বারাদী ইউনিয়নে বিএনপি বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ জয়লাভ করেছেন বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।