লেস্টারের কোনো মহাতারকার প্রয়োজন নেই: রানিয়েরি

 

মাথাভাঙ্গা মনিটর: ইতিহাস গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পর আগামী মরসুমের লড়াইয়ে লেস্টার সিটির মহাতারকা ফুটবলারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন কোচ ক্লদিও রানিয়েরি। বরং বর্তমান দলটিকেই যে কোনো মূল্যে ধরে রাখতে চান ইতালির এ কোচ। গত সোমবার চেলসির মাঠ থেকে টটেনহ্যাম হটস্পার ড্র করে ফেরায় ২ ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত হয় লেস্টারের। রানিয়েরি জানেন আগামী মরসুমে দলের শক্তি বাড়ানোর ক্ষেত্রে তার জন্য কঠিন কাজ অপেক্ষা করছে। আমাদের মহাতারকাদের দরকার নেই, আমাদের নিজেদের খেলোয়াড়দের দরকার। আমি বড় তারকাদের পরিবর্তে সঠিক খেলোয়াড়দের দিয়ে দলের উন্নতি করতে চাই। অসাধারণ একটি মরসুমের পর জেমি ভার্ডি, রিয়াদ মাহরেজ আর এনগোলো কান্তেকে অনেকেই পেতে চাইবে। এক্ষেত্রে নিজের দলের খেলোয়াড়দের মূল্য বাড়িয়ে দেবেন বলে জানান রানিয়েরি। আমি বলবো, আমার খেলোয়াড়দের কেনার জন্য পর্যাপ্ত টাকা তোমাদের কী আছে?