ভালাইপুরের অহিদুলকে কুপিয়ে জখম : হাসপাতালে ভর্তি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভালাইপুরের অহিদুল ইসলামকে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতপরশু রাতে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ঘুমের ইনজেকশন নিতে গিয়ে নিজেদের মধ্যে মতবিরোধের কারণে তাকে কুপিয়েছে বলে অহিদুল জানালেও স্থানীয় সূত্র বলেছে, মুরগির খামারে ঢুকে নৈশ প্রহরীর ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হয়েছে সে।

অহিদুল ইসলাম ভালাইপুরের সিদ্দিক হোসেনের ছেলে অহিদুল ইসলাম নিজেকে ঘুমের ইনজেকশন নিয়ে নেশা করার কথা স্বীকার করে বলেছে, পরশু রাতে বাড়ি থেকে বের হই। সুমন ও সাগরের সাথে নিয়ে হালিম মুন্সির ইটভাটার কাছে গেলে তিনজনের মধ্যে ইনজেকশনের পরিমাণ নিয়ে কথাকাটাকাটি হয়। ওরাই আমাকে কুপিয়েছে। সেখানেই ছিলাম। দুপুরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।