দামুড়হুদার ৩ ইউনিয়নের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন : দু জনের বাতিল ঘোষণা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও হাউলী এই তিন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল হান্নান এবং হাউলী ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাইকালে হাউলী এবং কার্পাসডাঙ্গা ইউনিয়নের সকল প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হলেও কুড়ুলগাছি ইউনিয়নের শুধুমাত্র ৫ নং সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জানান, ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী বুইচতলা গ্রামের মুস্তাফিজুর রহমানের বয়স ২৫ বছর পূর্ণ না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আইন ২০০৯ এর ২৬ (১) ধারায় এবং একই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী বুইচিতলা গ্রামের নাসির উদ্দীন নিজে প্রার্থী হয়ে অপর প্রার্থী মুস্তাফিজুরের মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ১২ (৪) ধারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে দু জনের মধ্যে নাসির উদ্দীনের আপিল করার সুযোগ থাকলেও মুস্তাফিজুরের আপিলের কোনো সুযোগ নেই বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার পারকৃষ্ণুপর-মদনা, দামুড়হুদা সদর ও জুড়ানপুর এ তিন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।