মেহেরপুরে শিক্ষার মানন্নোয়নে মতবিনিময়

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফিলউদ্দিন, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল হাবিব, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সেভ দি চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কণ্যান সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মো. মোশাররফ হোসেন, জেলা ব্র্যাকের প্রতিনিধি মোশারফ হোসেন, সাংবাদিক রফিক-উল আলম, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, তরিফা নাজনীন, মকবুল হোসেন প্রমুখ।

Leave a comment