জীবননগরে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদকদ্রব্যের কূফল সম্পর্কিত বিজিবির মতবিনিময় সভা

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিন উথলী বিশেষ ক্যাম্পের আয়োজনে উথলী বাজার ফুটবল মাঠে মাদকসেবন বন্ধ, শিশু ও নারী পাচার রোধ এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য মো. ইউনুস আলী, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন সন্টু, আবু জাফর, লুৎফর রহমান লুতু, শিলন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার মো. রবিউল হক, উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার মো. সাইফুল ইসলামসহ এলাকার ৫ শতাধিক সুধীজন। অনুষ্ঠানে শেষে উপস্থিত সুধীবৃন্দরা প্রধান অতিথি লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদের সাথে শফত ও অঙ্গিকার করেন আজ থেকে সবাই মাদকসেবন বন্ধ ও মাদক বিক্রির বিরুদ্ধে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন।