চুয়াডাঙ্গার রাজাপুর ও ঠাকুরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ঠাকুরপুর ও জীবননগরের রাজাপুর সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ৬ বিজিবির রাজাপুর ক্যাম্পের রাজাবান্দাল নামক স্থানে ৭২/১-এস মেন পিলারের কাছে শূন্য রেখা বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার লুৎফর রহমান এবং বিএসএফ’র পক্ষে ১১৩ ব্যাটালিয়নের গেদে আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই আরএম মণ্ডল নেতৃত্ব দেন ।

এদিকে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ৬ বিজিবির দামুড়হুদার ঠাকুরপুর বিওপির ৯০ নম্বর মেন পিলারের নিকট পীরপুরকুল্লা মাঠে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ঠাকুরপুর কোম্পানি কমান্ডার সুবেদার শফিউল আলম এবং বিএসএফ’র পক্ষে ৮১ বিএসএফ ব্যাটালিয়নের রাংগেরপোতা কোম্পানি কমান্ডার এসআই সঞ্জয় কুমার নেতৃত্ব দেন। অনুষ্ঠিত পতাকা বৈঠকে দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাঁটার বেড়া না কাটা, ভারত থেকে কোনো মাদকদ্রব্য বাংলাদেশে পাচার, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোনো নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।