চুয়াডাঙ্গার নতিপোতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে খেলার উদ্বোধন করেন আয়োজক কমিটির সদস্য সচিব নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। প্রথম দিনের খেলায় নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ৪-০ গোলে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করে। এছাড়া হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজুল ইসলাম। হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফায়েত হোসেন, নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাহিদুল আলম মিলন, হাফিজুর রহমান, ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন নাহার লিয়াসহ ক্রীড়ানুরাগী অসংখ্য দর্শক খেলাগুলো উপভোগ করেন।

উল্লেখ্য, আগামী ১২ মে নতিপোতা ইউনিয়ন এবং ১৪ মে দামুড়হুদা উপজেলা পর্যায়ে খেলার সমাপনী অনুষ্ঠিত হবে।