দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশী পিস্তল, গুলি ও দুটি ম্যাগজিনসহ মিলন (৩২) নামের এক অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গরুরা গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানার এএসআই আজাদ ও মকিবুর গোপন সংবাদের ভিত্তিতে তারাগুনিয়া থানার মোড় নামক স্থানে কুষ্টিয়াগামী একটি মিনিবাস তল্লাশি করে অস্ত্রব্যবসায়ী মিলনকে গ্রেফতার করেন। এ সময় মিলনের দেহ তল্লাশি করে একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, এক রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, গ্রেফতারকৃত মিলন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান করে আসছিলো।