কাটাগাছ মাথায় পড়ে পথচারী দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: কর্মসৃজন প্রকল্পের মাটিকাটা কাজ শেষে বাড়ি ফেরার পথে কাঠুরিয়াদের কাটা গাছ চাপা পড়ে এক হতদরিদ্র শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জীবননগরের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের হারদা গ্রামের কালা মিয়ার ছেলে রতন মিয়া (৫০) কর্মসৃজন প্রকল্পের শ্রমিক। তিনি গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে প্রকল্পের কাজ শেষে দুপুর ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে পৌঁছুলে কাঠুরিরা রাস্তার পাশে একটি কড়ুইগাছ কাটছিলো। অসাবধনতা বশত যাওয়ার সময় তিনি গাছের নিচে চাপা পড়েন। স্থানীয় জনতা তাকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে সন্তোষপুর নামক স্থানে পৌঁছুলে তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে সহকর্মী শ্রমিক ও নিকটজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল সন্ধ্যার পর নিহতের লাশ আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে জানাজা শেষে রওজা গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।