জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের পল্লি চিকিৎসক শহিদুল ইসলাম (৪৫) অপহৃত হয়েছে। গতকাল সোমবার তাকে জীবননগর থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জানান, ঘটনা তিনি শুনেছেন। শহিদুল দত্তনগর বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলযোগে জীবননগর এসে নামে। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তাকে অজ্ঞাত দুর্বৃত্বদল অপহরণ করেছে। অপহৃত শহিদুল পল্লি চিকিৎসক হিসেবে পরিচিত। রাজনৈতিক ভাবে সে জামায়াতে ইসলামীর সাথে জড়িত। সে হাবিবপুর গ্রামের মৃত মান্দার আলীর ছেলে।