৮ঘণ্টা কর্মদিবসের নিশ্চয়তার মতোই শ্রমের ন্যায্য মূল্যের নিশ্চয়তা নিশ্চিত করার আহ্বান

মে দিবসে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে শোভাযাত্রা আলোচনাসভাসহ বিভিবন্ন কর্মসূচি পালন

 

মাথাভাঙ্গা ডেস্ক: ‘মে দিবসের মর্মবাণী, শ্রমিক মালিক ঐক্য জানি’ এ স্লোগানে চুয়াডাঙ্গাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় শ্রমিক সংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

Chuadanga May Day Picture 01.05 (1)গত রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়। ৱ্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। ৱ্যালিতে ব্যানারসহ অংশ নেয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা, প্রাইভেট ক্লিনিক ও নার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন জেলা শাখা, বাংলাদেশ শ্রমিক লীগ জেলা শাখা, বাংলাদেশ শ্রমিক লীগ বিএডিসি, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নস বিভিন্ন শ্রমিক সংগঠন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রাজ্জাক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ। জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আফজালুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার সাব্বির রহমান সানি, সৈয়দা নাফিজ সুলতানা, টুকটুক তালুকদার, জেলা জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি ইসলাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক ফজলুল হক, মশিউর রহমান, মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলু শেখ, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।May 222

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে জীবন উৎসর্গ করেন। পরে আন্দোলন আরও জোরালো হলে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। দেশ ও জাতির উন্নয়নে শ্রমজীবী মানুষেরা ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। কিন্তু অনেক সময় তারা ঠিকমতো কাজ করেও ন্যায্য মজুরি পান না। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

এ উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী চুয়াডাঙ্গার জেলা শাখার আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। সকাল ৯টার দিকে শহীদ হাসান চত্বরে আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি অ্যাড. নওশের আলী, সহসভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক জহির রায়হানসহ সদস্যবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন মুক্তার আলী, শাওন ও আরিফ।

মে দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যের অহিদুল ইসলাম বলেছেন শ্রমিকেরা সংগ্রামের মাধ্যমে ৮ঘণ্টা কর্মদিবসের নিশ্চয়তা পেলেও শ্রমের ন্যায্য মূল্যের নিশ্চয়তা পায়নি। শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শ্রমের ন্যায্য মূল্যে নিশ্চিত করতে হবে। মে দিবসের সকালে চুয়াডাঙ্গা কেদারগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন মনোয়ার হোসেন বিশু ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। মনোয়ার হোসেন বিশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শাহজাহান মুকুল, পৌর বিএনপির সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাজি রবিউল উসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা যুবদলের সিনিয়স সিনিয়র সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহজাহান খান, জাহাঙ্গীর হোসেন, শেফালী খাতুন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন, মহিলাদল নেতা সেলিনা খাতুন, আব্দুল খালেক প্রমুখ।

?????????????

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয় হতে ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলমডাঙ্গা বাস টার্মিনালে শেষ হয়। আলোচনা সভায় আলমডাঙ্গা শাখা কার্যালয়ের শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, শ্রমিক ইউনিয়নের সম্পাদক রফিকুল ইসলাম লিটন, শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্মসম্পাদক আবুল হোসেন, ক্যাশিয়ার শাহাবুল ইসলাম, প্রচার সম্পাদক জিনারুল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আকুল হোসেন, রবিউল ইসলাম, বিল্লাল, কেপাইতুল্লা, রাসেল, আব্দুর রাজ্জাক আদর, শামিম হোসেন, মুন্নাফ মেম্বার, কবীর উদ্দিন, আব্দুল ওহাব, সাবেক যুগ্মসম্পাদক  আলাউদ্দিন প্রমুখ।

alamdanga soromik kollan fadaration sobaঅপরদিকে, আলমডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গায় উপজেলা শাখার আয়োজনে ৱ্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গার সভাপতি আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আল-আরাফা হাসপাতালের পরিচালক আলমডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু, ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, মামুন রেজার পরিচালনায় ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুসহ সকল ইউনিয়নের সভাপতি, শ্রমিক কল্যাণের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক।

???????????????????????????????

দর্শনা অফিস জানিয়েছে, সকাল ৮টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নসহ বেশ কয়েকটি শ্রমজীবী সংগঠন ৱ্যালি ও আলোচনাসভার আয়োজন করেন। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সামনে সবকটি শ্রমিক সংগঠন নেতাকর্মীরা সমবেত হয়। পরে একটি ৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বেশ কয়েকটি শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে ৱ্যালি ও আলোচনাসভা করে। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে ৱ্যালিতে অংশনেন ও আলোচনা করেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি রেজাউল ইসলাম, ফারুক আহম্মেদ, যুগ্মসম্পাদক জয়নাল আবেদীন, ইসরাইল হোসেন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহম্মেদ সবুজ প্রমুখ।

SAMSUNG CAMERA PICTURES

Jibannagar May Dibosa Sromik Unionar Rally Pic.জীবননগর ব্যুরো জানিয়েছে, এ উপলক্ষে জীবননগর বাস-ট্রাক মোটর শ্রমিক ও ইমারত শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে ৱ্যালি, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। আলোচনাসভায় উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন ইমারত শ্রমিক নেতা নুর ইসলাম, সোমা মিস্ত্রি, রেজাউল করিম ঝনা ও ফকির চাঁদ প্রমুখ । অপরদিকে মোটরশ্রমিক ইউনিয়নের ৱ্যালি ও আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহের আলী, সাবেক সভাপতি লাল মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী ও শওকত আলী, আনছার আলী এবং আব্দুল হান্নান  প্রমুখ।

Meherpur Pic-3.মেহেরপুর অফিস জানিয়েছে, সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিতে নেতৃত্বে দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। ৱ্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা উন্নয়ন ফোরামের সভাপতি রফিক-উল আলম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুল আলম আবুল, অটো রিকসা মালিক সমিতির বিল্লাল হোসেন, রঙ তুলি শ্রমিক ইউনিয়নের বাবু, জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী উপস্থিত ছিলেন।

এর আগে সামছুল আলম আবুলের নেতৃত্বে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ৱ্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়, রঙ তুলি শ্রমিক ইউনিয়নের বাবুর নেতৃত্বে শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৱ্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়।Meherpur Pic-4.

অপরদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নেতৃতে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহসভাপতি মাহবুব এলাহী, কার্যকরী সভাপতি আফসারুল, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, সহসম্পাদক এরশাদ আলী, শ্রমিক নেতা রেজাউল হক প্রমুখ।

?

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় ইমারত নির্মাণকারী শ্রমিক সমিতির উদ্যোগে ৱ্যালি বের হয়। ৯টায় মোটর শ্রমিক ইউনিয়ন গাংনী শাখা, রংশিল্পী সংস্থা, কাঠ শ্রমিক কল্যাণ সমিতি ও হোটেল-রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথক ৱ্যালি বের করে।

ৱ্যালি শেষে ইমারত নির্মাণকারী শ্রমিক সমিতির কার্যালয়ের সামনে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম ও উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন বাজার কমিটির সম্পাদক মাহবুবুর রহমান স্বপন। মোটর শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়ন গাংনী শাখা সভাপতিজমির উদ্দীন, সিনিয়র সহসভাপতি নাছির উদ্দীন, সম্পাদক বিপ্লব ও জেলা লাইন সম্পাদক মনিরুল ইসলাম মনিসহ শ্রমিক নেতৃবৃন্দ। হোটেল শ্রমিক ইউনিয়নের ৱ্যালিতে সভাপতি হাফিজুল ইসলাম, কাঠ শ্রমিক ইউনিয়নে গোলাম নেতৃত্বে ছিলেন।

???????????????????????????????

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, ৱ্যালিতে নেতৃত্বে দেন শিক্ষা অফিসার গোলাম ফারুক। ৱ্যালিটি শহর প্রদ্রক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নুর আলম, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সভাপতি নাজিরুল ইসলাম, সম্পাদক হায়দার আলীসহ উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। পরে উপজেলা হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

অপরদিকে ভবরপাড়া ধর্ম পল্লির ক্যাথলিক চার্চের আয়াজনে ৱ্যালি বের করা হয়। ৱ্যালিতে  নেতৃত্বে দেন রেভা. ফাদার ডমনিক হালদার। ৱ্যালিটি মুজিবনগর উপজেলা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাদার অমিয় মিস্ত্রী, ইউপি সদস্য মি. দিলিপ মল্লিক, খ্রিষ্টান অ্যাশোসিয়েশনের সভাপতি মি, প্রশান্ত মণ্ডলসহ খ্রিষ্টান ধর্ম পল্লি ক্যাথলিক চার্চের নেতৃবৃন্দ।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুণ্ডু, এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, কাউন্সিলর আতিয়ার রহমান আতি, সাবেক যুবলীগের সভাপতি আজিজুর রহমান আজা, হাশেম আলী পাঠান প্রমুখ।