আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডার কর্তৃক লাড্ডু ও তার কর্মীদের প্রাণনাশের হুমকির প্রতীবাদে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন

 

আলমডাঙ্গা ব্যুরো: ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী সানোয়ার হোসেন লাড্ডু সংবাদ সম্মেলন করেছেন। আওয়ামী লীগ দলীয় প্রার্থীর ক্যাডার কর্তৃক সানোয়ার হোসেন লাড্ডু ও তার কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকির প্রতীবাদে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিতে গত ১ মে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন, ‘আমি ভাংবাড়িয়া ইউনিয়নের পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান। প্রতীবারই ব্যাপক ভোটের ব্যবধানে প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী কাউসার আহমেদ বাবলুকে পরাজিত করে জনগণ আমাকে নির্বাচিত করেছেন। প্রতীবারই আমি প্রমাণ করেছি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কতোটা জনবিচ্ছিন্ন। আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবারও তার পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনের আগেভাগেই ষড়যন্ত্র শুরু করেছেন। গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর গুণ্ডাবাহিনী নানা ধরনের দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার নিজ গ্রাম ভাংবাড়িয়ায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়। সে সময় তারা আমাকে ও আমার কর্মী নাসির উদ্দীনসহ বেশ কয়েকজন নেতাকর্মীর নাম ধরে হাঁকডাক শুরু করেন। না পেয়ে আমাকে ও নাসির উদ্দীনিকে প্রাণনাশের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে। এছাড়া গত ২৪ এপ্রিল রাতে বড়বোয়ালিয়া গ্রামে প্রকাশ্যে রামদা, লোহার রড হাতে নিয়ে ক্যাডার বাহিনী মহড়া দেয়। সে সময় বিএনপির ভোটারদের বাড়ির সামনে গিয়ে গিয়ে ভোটকেন্দ্রে না যেতে নানা হুমকি দিয়ে যায়। এছাড়া প্রতী রাতেই ১১টার পর ক্যাডারা উল্লেখযোগ্য সংখ্যক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাস সৃষ্টির উদ্দেশে মহড়া দিয়ে থাকে। পার্শ্ববর্তী মিরপুর, গাংনী উপজেলা ও মেহেরপুরের চিহ্নিত কিছু ক্যাডারও স্থানীয় ক্যাডারদের সাথে যোগ দিয়ে এ ধরনের আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে। তারা গভীর রাতে আমার কর্মী-সমর্থকদের বিছানা থেকে ডেকে তুলে নানা হুমকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করে আসছে।’

এমন পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ইচ্ছার প্রতীফলন ঘটবে না বলে দাবি করেন সানোয়ার হোসেন লাড্ডু। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।