মুজিবনগরে অজ্ঞাত পরিচয়ের ভিক্ষুকের লাশ উদ্ধার

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের কসাইপট্টির একটি ছাউনির ভেতর থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ (৭০) উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ওই ভিক্ষুরের লাশ উদ্ধার করেছে।

কেদারগঞ্জ বাজারের ঝাড়ুদার সিদ্দিক মোল্লা জানান, প্রায় দেড় মাস ধরে এক পা ভাঙা বৃদ্ধ ভিক্ষুকটি কসাইপট্টির একটি ছাউনির মধ্যে অবস্থান করছিলেন। পূর্ণ ঠিকানা না জানলেও তার নাম মকছেদ দেওয়ান ও বাড়ি নোয়াখালী জেলায় বলে জানেন। এর আগে তিনি মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। ছাউনির মধ্যে থাকা অবস্থায় কেউ তাকে কিছু খেতে দিলে তিনি তা খেতেন। তার ধারণা ক্ষুধার্ত অবস্থায় তিনি (বৃদ্ধ ভিক্ষুক) মারা যেতে পারেন।

মুজিবনগর থানা পুলিশের এসআই মতিউর রহমান জানান, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার কমিটির সাথে আলোচনা করে উদ্ধারকৃত বৃদ্ধের লাশ গতকাল রাত্র সাড়ে ১০টায় মানিকনগর কবর স্থানে দাফন করা হয়।