মুন্সিগঞ্জ প্রতিনিধি: মেহেরপুর পল্লী বিদ্যুতের মুন্সিগঞ্জ ও গাংনী এরিয়া অফিসের আওতাই সকল বিদ্যুত গ্রাহক বিদ্যুত পাবে না। কুষ্টিয়া গ্রিড স্টেশনে রক্ষনা-বেক্ষণের কাজ করার কারণে সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুত বন্ধ থাকবে।
জানা গেছে, আজ শনিবার মেহেরপুর পল্লি বিদ্যুতের কুষ্টিয়া গ্রিডের রক্ষনা-বেক্ষণের কাজ করার জন্য আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ও মেহেরপুরের গাংনী পল্লী বিদ্যুতের এরিয়া অফিসের আওতাই সকল বিদ্যুত গ্রাহক সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুত পাবে না। এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুত সংযোগ বন্ধ থাকবে বলে মুন্সিগঞ্জ এরিয়া অফিস সূত্র জানিয়েছে।