কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতা হত্যাকাণ্ডে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের নামে মামলা : গ্রেফতার ৫

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসসহ মোট ২১ জনের নামে মামলা দায়ের হয়। এ মামলায় অভিযুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত লাল্টু মোল্লার বড় ভাই মাহবুবুল করীম মোল্লা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। তবে ঘটনার একদিন পর গতকাল শুক্রবারও দহকুলা এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতপরশু রাতে মামলা দায়ের হওয়ার পরে ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় অভিযুক্ত অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গত বৃহস্পতিবার সকালে দহকুলা বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসের সমর্থকরা (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দহকুলা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে লাল্টু মোল্লা (৪২) নিহত এবং ১৫ জন আহত হয়।

উল্লেখ্য, আগামী ৭ মে চতুর্থ ধাপে এই আলামপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।