জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্ধকৃত ভর্তুকির সার ও ধানবীজ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার রাজাপুর গ্রামের জাফর আলী, মানিকপুর গ্রামের হানেফ আলী ও ছটাংগা গ্রামের আব্দুল আজিজ এ ৩ অসাধু ব্যক্তি মিলে বৃহস্পতিবার সার ও ধানবীজ আত্মসাতের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, এলাকার কৃষকের ভুয়া একটি নামের তালিকা প্রস্তুত করে রাজাপুর গ্রামের মৃত শাহাদৎ আলীর ছেলে জাফর আলী, মানিকপুর গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে হানেফ আলী ও মাধবখালী ছটাংগাদাড়ির মৃত ইস্রাফ আলীর ছেলে আব্দুল আজিজ জীবননগর কৃষি অফিসে জমা দেন। এ তালিতা মতে তারা পরে বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের জন্য সরকারের দেয়া ভর্তুকির ৭ বস্তা ইউরিয়া, ৭ বস্তা ফসফেট ও পটাশ সার এবং ৩ বস্তা ধানবীজ সংগ্রহ করে এবং খোলা বাজারে বিক্রি করে টাকা আত্মসাৎ করে। এ অপকর্মের সাথে সংশ্লিষ্ট এলাকার ব্লক সুপারভাইজার জড়িত থাকতে পারে বলে এলাকাবাসী মনে করছে।