আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আমদহ, চকশ্যামনগর, রাইপুর, ইসলামপুর, আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার সকাল ১০টার দিকে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হালিমা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য মখলেছুর রহমান। আরও বক্তব্য রাখেন মীর ফারুখ হোসেন ও এসএমসির সভাপতি আব্দুল বারেক। অনুষ্ঠানে এলাকার ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল মাবুদ।