মেহেরপুর অফিস: আইএফডিসি’র আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা দরগার পাশের ওবগাড়ির (নেসার) মাঠ নামক স্থানে এনপিকে গুটি প্রয়োগ প্রযুক্ত শস্য কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গোভীপুর গ্রামের মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান। সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার আশরাফুল।