মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষের দুজনেকে পিটিয়ে মারাত্তক আহত করে প্রতিপক্ষ। দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে জিহাদ (১৫) তার বন্ধু গালিবকে নিয়ে বাইসাইকেলযোগে সোনাতনপুর গ্রামে গেলে সোনাতনপুর গ্রামের আজাদের ছেলে আকরাম ও রাব্বি, মিস্টারুলসহ ৫/৬ জন জিহাদকে ব্যপক আকারে মারপিট করে আহত করে। তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর। রাত সাড়ে ৮টার দিকে আকরামের পিতা সোনাতনপুর গ্রামের রশিদের ছেলে আজাদ ও তার স্ত্রী সালমা ছেলের কুকর্মের ক্ষমা চাইলে গেলে জিহাদের পিতাসহ তার লোকজন আকরামের পিতা আজাদ মাতা সালমাকে পিটিয়ে আহত করে। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আজাদের অবস্থা গুরুতর হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। শেষে খবর পাওয়া পর্যন্ত আকমারের পিতা আজাদ ও জিহাদ দুজনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা ছিলো।