জীবননগরে আইনশৃঙ্খলাসভায় মাদকের বিস্তার রোধে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথিরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। সভায় উপজেলায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম ছাত্তার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান ও সোহরাব হোসেন খান। সভায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কথা তুলে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বিজিবি সুবেদার মোহাম্মদ অহিদ, নায়েব সুবেদার আব্দুল মাবুদ, হাবিলদার শওকত আলী, হাবিলদার খোরশেদ আলী প্রমুখ।