আলমডাঙ্গা গড়গড়ির খবিরের বিরুদ্ধে ফের বিধবাকে ধর্ষণ অপচেষ্টার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ি আবাসন প্রকল্পের বিধবা ২ সন্তানের জননী আবারও খবিরের বিরুদ্ধে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে। স্থানীয়রা বলেছে, গত কয়েক মাসে খবিরকে নিয়ে একই অপরাধে গোপনে সালিসে কয়েকবার বিচার হলেও সে সুধরাইনি। একই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে হর হামেসা।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের আবাসনের মৃত জামাত আলীর স্ত্রী ২ সন্তানের জননী দিনমুজুর মনোয়ারা (৪০) গত বুধবার দুপুর ১২টার দিকে গ্রামের কাউওতলার মাঠে ভুট্টা কুড়ানোর সময় একই গ্রামের মৃত তক্কেল আলীর ছেলে খবির ওরফে ইন্তি (৪৫) তাকে মাঠের মধ্যে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে আসলে খবির পালিয়ে যায়। এছাড়া ঘটনার পরদিন থেকে মামলা করলে খুনের হুমকি অব্যহত রেখেছে।