জীবননগরে ফেনসিডিল জিরা পার্টস ও রঙ উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর, উথলী ও জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, জিরা, রঙ ও গাড়ির পার্টস উদ্ধার করেছে। তবে অভিযানকালে বিজিবি সংশ্লিষ্ট কোনো চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবিসূত্রে জানা যায়, গতকাল বুধবার রাজাপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের মানিকপুর মাঠ থেকে ২০১ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। একই দিন উথলী বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা হল্ট স্টেশনে অভিযান চালিয়ে ৬০ কেজি জিরা এবং জীবননগর সীমান্ত ফাঁড়ি টহল দলের কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৪০ কেজি রঙ ও গাড়ির ১১৩টি পার্টস উদ্ধার করেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ বিজিবি কর্তৃক উপরোক্ত মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।