জীবননগরে প্রবীণদের জীবন মানের উন্নয়নে দু দিনের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

 

জীবননগর ব্যুরো: প্রবীণ জনগোষ্ঠির দায়-দায়িত্ব, নেতৃত্ব ও যোগাযোগ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শহরের কাজী টাউয়ারে অবস্থিত হোটেল বাসমতি ও সিটি কমিউনিটি সেন্টারের হলরুমে গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।

সীমান্ত ইউনিয়ন প্রবীণ সংঘের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা লোক মোর্চার সভাপতি আবুল কালাম আজাদ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু। পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন উপজেলার সীমান্ত ইউনিয়নে প্রবীণদের জীবন মানের উন্নয়ন, দায়-দায়িত্ব, নেতৃত্ব ও যোগাযোগ বিষয়ক এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনায় রয়েছেন ওয়েভ ফাউন্ডেশনের ডিএ ম্যানেজার ও প্রকল্পের সমন্বয়নকারী কামরুজ্জামান যুদ্ধ। তাকে সহযোগিতা করেন সমৃদ্ধি প্রকল্পের বাঁকা ইউনিয়ন সমন্বয়নকারী আশরাফ হোসেন, আসাদুজ্জামান লিটন ও জাকির হোসেন। প্রশিক্ষণ ক্যাম্পে সীমান্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড হতে ৮১ জন প্রবীণ-প্রবীণা অংশগ্রহণ করছেন।