আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালায় ২ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা গ্রামের ২ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল সকাল সাড়ে ৬ টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা গ্রামের জামাত আলীর স্ত্রী ২ সন্তানের জননী ছায়েরা খাতুন (৫৫) নিজ ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।

তার পরিবারের লোকজন জানায়, ছায়েরা খাতুন দির্ঘদিন ধরে প্যরালাইসিস, ডাইবেটিক্স ও পেটে ব্যথা রোগে ভুগছিলো। রোগের যন্ত্রাই সে ঘারে থাকা কীটনাশক পান করে। পরিবারের লোকজন টের পেয়ে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই রনজিত কুমার দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সূরত হাল রির্পোট করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a comment