আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কেদারনগর গ্রামের বোরহান জোয়ার্দ্দারের মাঠের দুই বিঘা জমির পাকা ধান রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার ভোর রাতে গ্রামের আনিছুর ও আসকারের নেতৃত্বে ১৫/২০ জন ওই ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বোরহান জোয়ার্দ্দার। এ ব্যাপারে থানায় এসে মামলা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার কেদারনগর গ্রামের মৃত সোনাউল্লাহ জোয়ার্দ্দারের ছেলে বোরহান জোয়ার্দ্দারের কেদারনগরের কালশাগাড়ি মাঠে ৩১ শতক এবং নিলজাবাদ মাঠে ১৬ কাঠা জমি রয়েছে। ওই জমিতে বোরহান বোরো ধানের চাষ করেছেন।
বোরহান জোয়য়ার্দ্দার বলেন, গত সোমবার রাত ৩টার দিকে বাড়ির পাশের ক্যানেলের পাড়ে তাদের জমিতে ১৫/২০ জন ধান কাটছে জেনে তিনি ক্যানেলের দিকে এগিয়ে যান। তিনি দেখতে পান লাঠিসোঁটা নিয়ে তার গ্রামেরই বেশকিছু লোক জমিতে ধান কাটছে। তিনি আরও বলেন, উল্লেখিত ২ বিঘা জমি নিয়ে গ্রামের একটি পক্ষের সাথে মামলা চলছে। মামলায় আমার পক্ষে আদালতের ডিক্রি জারি হয়। যেকারণে জমি আমার দখলেই রয়েছে। আমার দখলি জমিতে এবার আমি ধান লাগিয়েছি। কিন্ত সম্পূর্ণ অবৈধ উপায়ে গায়ের জোরে তারা রাতের অন্ধকারে জমির ধান কেটে নিয়ে গেলো।