হরিণাকুণ্ডুতে শিক্ষা বিষয়ক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুন্ডু উপজেলা পরিষদ মিলানায়তনে অধিকার মঞ্চের উপজেলা সভাপতি অ্যাড. খোদা বক্সের সভাপতিত্বে শিক্ষা বিষয়ক এক পাবলিক হেয়ারিং (গণ-শুনানী) অনুষ্ঠিত হয়। অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের উদ্যোগ গ্রহণে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক পাবলিক হেয়ারিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এইড ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পাবলিক হেয়ারিং এ শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ে উপস্থিত ব্যক্তিদের উত্থাপিত প্রশ্নের জবাব দান করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অধিকার মঞ্চের সহসভাপতি শিক্ষাবিদ মোসলেম উদ্দীন, অধ্যক্ষ মোক্তার আলী, প্রকল্পের এরিয়া সমন্বয়কারী বিষ্ণুপদ ঘোষ। সার্বিক সহযোগিতা করেন নাজনীন সুলতানা।