কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রসহ কাবুল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সীমান্তবর্তী পাকুড়িয়া গ্রামের আজিত উল্লাহর ছেলে। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

থানা পুলিশ জানায়, গত রোববার রাত ১২টার দিকে একদল মাদকপাচারকারী মাদকপাচার করছে খবর পেয়ে পুলিশ হোসেনাবাদ টেকনিক্যাল কলেজ সংলগ্ন স‘মিলের কাছে অবস্থান নেয়। এ সময় একটি পাখি ভ্যানে থামিয়ে জিজ্ঞাসাবাদকালে কাবুলের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ওই ভ্যানে থাকা তার অপর সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, গ্রেফতারকৃত কাবুল একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্নস্থানে মাদকপাচার করে আসছিলো বলে তিনি জানিয়েছেন।