দামুড়হুদার বাড়াদী-মদনা সীমান্তে মদ উদ্ধার

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার বাড়াদী-মদনা সীমান্তের বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মদ উদ্ধার করেছেন। গত রোববার রাত ১টার  দিকে বাড়াদী ক্যাম্পের নায়েক মোস্তফা সঙ্গীয় সদস্যদের নিয়ে উপজেলার নাস্তিপুর মাঠে অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। অপরদিকে মদনা সীমান্তে হাবিলদার মোজাম্মেল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান উপজেলার বড়বলদিয়া মাঠে। সেখান থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে পারলেও কোনো মাদক কারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

Leave a comment