প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে শিগগিরই বৃহত্তর আন্দোলনের হুমকি শিক্ষক-কর্মচা্রীদের

এমপিওভুক্তির দাবিতে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গার নন-এমপিও শিক্ষক-কর্মচারীবৃন্দ এ কর্মসূচি পালন করেন। গতকাল সোমবার তারা সকল স্কুল, কলেজ ও মাদরাসায় তালা ঝুলিয়ে কর্মসূচিতে অংশ নেন। সোমবার তাদের দাবির প্রতি একাত্ম হয়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি পালনের সময় জেলা শহরের জনগুরুত্বপূর্ণ চৌরাস্তার মোড়ে অবরোধ গড়ে তোলেন তারা। এ সময় আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরো শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হয় রাস্তায় চলাচলকারী পথচারীরা। গতকাল অনুষ্ঠিত কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা সার্বিক সহযোগিতা করে।

সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিক্ষক-কর্মচারীরা সমবেত হন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রীয় কর্মসূচি জেলায় জেলায় মানববন্ধন ও স্মারকলিপি পেশের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় এ কর্মসূচি পালিত হয়। জেলার সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষক-কর্মচারীরা কর্মসূচিতে যোগ দেন। সংগঠনের জেলা সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-সমিতি জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, শিক্ষক নেতা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আলী আখতার, চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, রোমেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক শরিফা খাতুন, ছাদেমান নেছা মাধ্যমিক বালকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম বিশ্বাস, সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, ৬২ আড়িয়া দাখিল মাদরাসার সুপার ছানোয়ার হোসেন, সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, পাকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, শিক্ষক সমিতির অর্থ সম্পাদক এমএম বারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুল হক, দফতর সম্পাদক ওসমান গনি, গ্রন্থাগারিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রিপন আলী, এমএম বারী মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারিক নাজমুল হোসেন প্রমুখ। বক্তব্য রাখেন স্কুল কলেজ মাদরাসার সমন্বয়কারী শিক্ষক নেতা শেখ সেলিম, নুর মোহাম্মদ, ইমাম হাসান প্রমুখ। শিক্ষক নেতা শেখ সেলিম বলেন, সরকার প্রতিষ্ঠানের অনুমতি-স্বীকৃতি দেবে অথচ বেতন দেবে না এটা মেনে নেয়া যায় না। শিক্ষকদেরকে অভুক্ত রেখে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ অথবা ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। এছাড়া নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবু সালেহ, তেতুল শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া ও আন্দুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন। তারা বলেন, এমপি আবুল কালাম আজাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এমপিওভুক্তির যে প্রতিশ্রতি দিয়েছেন তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় অনির্দিষ্ট কালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর দাখিল মাদরাসার সুপার কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। বক্তারা বলেন আগামী ১১ মে ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে হবে। এ জন্য সব বিদ্যালয়ের সকল শিক্ষককে সেখানে উপস্থিত হতে হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

বেলা ১১টার দিকে কয়েকশ শিক্ষক-কর্মচারী জেলা শহরের চৌরাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। তারা মানববন্ধনের এক পর্যায়ে চৌরাস্তা মোড়ে অবরোধ গড়ে তোলেন। এতে সকল রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের চৌরাস্তা মোড়ে যানবাহনগুলো আটকা পড়ে। একই সাথে জেলা শহরের অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন আধাঘণ্টার জন্য থেমে যায়। এ সময় চরম ভোগান্তির শিকার হয় রাস্তায় চলাচলকারী পথচারীরা। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক-কর্মচারীবৃন্দ এমপিওভুক্তির দাবিতে বিক্ষোভ করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানেও শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।

প্রসঙ্গত, দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ২৬ অক্টোবর ২০১৫ হতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচি চলাকালীন অবস্থানের ২৮তম দিনে ২২ নভেম্বর ২০১৫ তারিখে শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ শিক্ষাবর্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তকরণের প্রতিশ্রতি দেন। যার ফলে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা তাদের চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই সোমবার দেশের সকল জেলায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।